আমরা সবসময় চেষ্টা করে কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারব। অনলাইন জগতে এমন
অনেক ফ্রি সাইট রয়েছে যেগুলো দিয়ে কাজ করে আমরা ইনকাম করতে পারি। ফ্রী অনলাইন
ইনকাম সাইট গুলো বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর
ফ্রি অনলাইন
ইনকাম সাইট থেকে আমরা অর্থনৈতিক সুযোগ পায়। এই অনলাইন ইনকাম সাইটের মাধ্যমে আমরা
নিজেদের দক্ষতা উন্নয়ন করতে , পারি। অনলাইন ইনকাম এমন একটা সাইট।
যেখানে আমরা আমাদের সুবিধা মত সময়ে স্বাধীনভাবে কাজ করতে পারি। অনলাইন ইনকামটা
শুধুমাত্র নিজেদের দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি পুরো বিশ্বজুড়ে কাজ করার
মাধ্যম।
অর্থনৈতিক সুবিধাঃ ফ্রি অনলাইন ইনকাম সাইট গুলো আমাদের
অর্থনৈতিকভাবে সাহায্য করে ও বিনিয়োগ ছাড়াই অর্থ আয়ের সুযোগ করে দেয় বিশেষ
করে শিক্ষার্থী ও গৃহিণী এবং যারা অতিরিক্ত আয়ের মাধ্যম খুঁজছেন তাদের জন্য অনেক
উপকারী।
কর্মদক্ষতাঃ এই ফ্রি অনলাইন ইনকাম সাইট গুলো দ্বারা এখন মানুষ তাদের কর্ম
দক্ষতা উন্নয়ন করতে পারছে। যেমন লেখালেখি করা, ডিজাইন করা, ডাটা এন্ট্রি ও
ডিজিটাল মার্কেটিং এর অনেক উন্নয়ন করা যায়।
কাজের স্বাধীনতাঃ ফ্রিল্যান্সিং মানেই স্বাধীনভাবে কাজ করাকে বোঝায় আর এই
ফ্রি অনলাইন ইনকাম সাইট গুলো হল স্বাধীনভাবে কাজ করার মাধ্যম যা মানুষকে তাদের
সুবিধা ও সময় মত কাজ করার স্বাধীনতা দেয়।
বিশ্বজুড়ে সুযোগ ও সুবিধাঃ ফ্রি অনলাইন ইনকাম সাইট দ্বারা বিশ্বজুড়ে কাজ
করার সুযোগ প্রদান করে বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ করে দেয়।
ফ্রিল্যান্সিং করার মাধ্যম
ফ্রিল্যান্সিং করার বেশ কিছু মাধ্যম রয়েছে এই ফ্রিল্যান্সিং করার মাধ্যমে এই
মাধ্যমগুলো দিয়ে আপনি আপনার দক্ষতা উন্নয়ন করতে পারেন এখানে ফ্রিল্যান্সিং করার
কিছু মাধ্যম সম্পর্কে বিস্তারিত দেখানো হলো
ফাইবারঃ ফাইবারে আপনি আপনার সেবা গিগ আকারে বিক্রি করতে পারেন যদি
আপনি গ্রাফিক্স ডিজাইন করতে দক্ষ হন তাহলে আপনি লোগো ডিজাইন করতে পারেন এছাড়া
ব্যানার ডিজাইন ইত্যাদি করে গিফট তৈরি করতে পারেন
আপ ওয়ার্কঃ আপ ওয়ার্ক কাজ করে কাজ পাওয়ার জন্য আপনি বিট করতে
পারেন ক্লায়েন্টের সাথে সরাসরি যোগাযোগ করে কাজ পেতে পারেন কাজের পারফরম্যান্স
ভালো হলে আপনি কাজ করে প্রচুর ডলার ইনকাম করতে পারেন।
ফ্রিল্যান্সারঃ অনলাইন ফ্রিল্যান্সারে সাইটটিতে কাজ করে আয় করতে পারেন
আপনি বিভিন্ন প্রজেক্ট এর জন্য বিট করতে পারেন।
অনলাইন সার্ভের মাধ্যমে ইনকাম
ফ্রি অনলাইন ইনকাম সাইটের একটি অন্যতম সাইট হল অনলাইন সার্ভে অনলাইন সার্ভে পূরণ
করে আপনি সহজে কিছু অর্থ উপার্জন করতে পারেন এখানে অনলাইন সার্ভিস কিছু সাইটের
বিস্তারিত জানানো হলো
সুরাগবাক্সঃ এই সাইটে সার্ভে পূরণ করে আপনি ভিডিও দেখে এবং অনলাইনে শপিং করে
পয়েন্ট পেতে পারেন এই পয়েন্টগুলোকে পরে নগদ অর্থের রূপান্তর করা যায়।
সার্ভে জানো কিঃ সার্ভে জানকী নামক সাইট দ্বারা ও আপনি পয়েন্ট
পেতে পারেন আর সেই পয়েন্ট কে নগদ অর্থের রূপান্তর করতে পারেন
তুলনাঃ এই সার্ভে পূরণ করে আপনি পয়েন্ট অর্জন করতে পারেন এই পয়েন্ট কে
নব তথ্যের রূপান্তর করতে পারেন
এফিলিয়াট মার্কেটিং প্লাটফর্ম
অ্যাফিলিয়াড মার্কেটিং দ্বারা আপনি অন্য কোম্পানির জন্য মার্কেটিং করে কমিশন
পেতে পারেন একটি পণ্য প্রচার যত বাড়বে আপনার কমিশন তত বাড়বে এখানে এফিলিয়েড
মার্কেটিং এর জনপ্রিয় কিছু প্ল্যাটফর্ম সাইটের বিস্তারিত দেখানো হলোঃ
এমাজনঃ আমাদের দেশে আমাজন একটি বড় ধরনের প্রচার করে আপনি কমিশন পেতে
পারেন
দারাজঃ এমাজনের মত দারাজ ও একটি প্ল্যাটফর্ম সাইট যার কোন প্রচার করে
কমিশন উপার্জন করা যেতে পারে
ক্লিক ব্যাংকঃ ক্লিক ব্যাংক সাধারণত ডিজিটাল পণ্য প্রচার করে কমিশন
উপার্জন করতে পারেন
শেয়ার এ সেলঃ এখানে আপনি বিভিন্ন ধরনের বড় ধরনের কোম্পানির পণ্য প্রচার করে
কমিশন পেতে পারেন
ব্লগিং পোস্ট সাইট
ব্লগিং আপনার জন্য একটি দীর্ঘ মেয়াদ ইনকাম সোর্স হতে পারে আপনি যদি ভাল বিষয়
নিয়ে লেখালেখি করতে পারেন তাহলে ব্লগিং আপনার জন্য অন্যতম সাইট । আপনি যদি
আপনার সাইটে পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক আনতে পারেন তাহলে আপনার কনসাল্ট শিপ এর
মাধ্যমে আয় করতে পারেন যেভাবে আপনি ব্লগিং শুরু করবেন তার কিছু টিপস দেওয়া
হলঃ
নিস নির্বাচন করুনঃ আপনি যদি ব্লগিং করতে চান তবে অবশ্যই এমন একটি বিষয়
বেছে নিয়েন যে বিষয়ে নিয়ে লেখালেখি করতে আপনার ভালো লাগবে এবং তা অন্য জনের
উপকারে আসবে।
ডোমেন এবং হোস্টিং কিনুনঃ ব্লগিং করার জন্য আপনার নিজের একটি ওয়েবসাইট
প্রয়োজন হবে আর এই ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার ডোমেন এবং হোস্টিং কিনতে
হবে তাই একটি ভালো ডোমের নাম এবং রিলায়েবল হোস্টিং নির্বাচন করুন।
কনটেন্ট তৈরি করুনঃ এমন কনটেন্ট তৈরি করুন যা নিয়মিত আপনার পাঠক পূর্বে
এবং তাদের উপকারে আসবে।
ইউটিউব মার্কেটিং
ইউটিউব মার্কেটিং একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম সাইট যেখানে আপনি ভিডিও কনটেন্ট
তৈরি করে উপার্জন করতে পারেন।
চ্যানেল তৈরি করুনঃ প্রথমে একটি ইউটিউব চ্যানেল তৈরি করুন তারপর
একটি নির্দিষ্ট নিস নির্বাচন করুন।
ভিডিও কনটেন্ট তৈরি করুনঃ এমন ভিডিও কনটেন্ট তৈরি করুন যা আপনার
দর্শকদের উপকারে আসবে।
মনিটাইজেশন চালু করুনঃ আপনার youtube চ্যানেলে যদি পর্যাপ্ত পরিমাণ
সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম হলে আপনি মনিটাইজেশন চালু করুন।
অনলাইন টিউটরিং
অনলাইন টিউটোরিং একটি জনপ্রিয় সাইট এই সাইড দ্বারা শিক্ষার্থীরা অনেক উপকার
পায় এছাড়া যারা জব প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এই অনলাইন টিউটরিং সাইটটি
খুবই গুরুত্বপূর্ণ একটি সাইট। অনলাইন টিউটরিং এর সাইট নিয়ে বিস্তারিত
টিউটর ডট কমঃ আপনি যদি অনলাইনে টিউটর ডট কম কাজ করেন তাহলে এখানে
বিভিন্ন বিষয় নিয়ে আপনি ছাত্র-ছাত্রীদের সাহায্য করতে পারন ।
ভিয়াইপি কিডসঃ অনলাইনের টিউটরিং এর একটি জনপ্রিয় সাইট ভিআইপি কিটস
আপনি চাইলে এখানে ইংরেজি শেখার জন্য যোগ দিতে পারেন।
অনলাইন কোর্স তৈরি
অনলাইন ইনকামের একটি মাধ্যম হলো অনলাইন কোর্স আজ আমরা ঘরে বসে দেশে বা বিদেশে
বিভিন্ন স্থান থেকে অনলাইন ক্লাস করে থাকে তাই অনলাইন কোর্স তৈরি করেও আপনি আয়
করতে পারেন। এই জনপ্রিয় মাধ্যমের কিছু সাইট হল
উডইমিঃ উডইমিতে আপনি যেকোনো ধরনের কোর্স বিক্রি করতে পারন।
টেকঅ্যাবলঃ কে কেবল সাইটটিতেও আপনি কোর্স বিক্রি করতে পারন।
কোর্সঃ কোর্স বিক্রি করার আরেকটি সাইট হল
ফটো বিক্রি করা
আমাদের অনেকের মধ্যে ফটো নিয়ে কাজ করার আগ্রহ দেখা যায় কারো আবার ফ্যাশন হয়
ফটো তোলা অনলাইনে এমন একটি মাধ্যম হলো ফটো বিক্রির মাধ্যমে কিছু জনপ্রিয় সাইট
হলো
শুটারস্টকঃ শুটার স্টকে আপনি আপনার ছবি আপলোড করে আয় করতে
পারবেন।
এডোবি স্টকঃ এডোবি স্টক কে আপনার ছবি আপলোড করে আয় করতে পারেন।
আই স্টক ঃ এখানে ছবি আপলোড করে আয় করতে পারন।
শেষ কথা
ফ্রি অনলাইন ইনকাম সাইটগুলো এত জনপ্রিয় হয়ে উঠেছে যে আমাদের যুব সমাজের
প্রায় এক-তৃতীয়াংশ বেকার যুবক আছে। এই ফ্রিল্যান্সিং পেশাকে বেছে
নিয়েছে আজকাল শিক্ষার্থী ও গৃহিণী তাদের অবসর সময়কে কাজে লাগানোর জন্য
নিজেদের আর্থিক চাহিদা মেটানোর জন্য বেছে নিয়েছে অনলাইন ইনকাম সাইট গুলোকে। আজ
একটা নির্ভরযোগ্য বিশ্বস্ত সাইট এখানে আমরা আমাদের সময় মত কাজ করতে
পারি।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url